অরফানেজ মামলায় খালেদা জিয়ার সাজা বাড়িয়ে দশ বছরের কারাদণ্ড

|

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ফাইল ছবি।

অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা ৫ বছর বাড়িয়ে ১০ বছর করেছেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সকালে এই রায় দেন। চ্যারিটেবল দুর্নীতি মামলায় বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড দেবার একদিন পর হাইকোর্ট অরফানেজ মামলায় সাজা বৃদ্ধি করলেন।

অরফানেজ ট্রাস্ট দুর্নীতির দায়ে বিশেষ জজ আদালত গত ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। একই অপরাধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেন বিচারক ডক্টর আখতারুজ্জাম্মান।

দুদক খালেদা জিয়ার সাজা বৃদ্ধির আবেদন করেন হাইকোর্টে। অন্যদিকে, সাজা মওকুফের আবেদন করেন খালেদা জিয়া, তারেক রহমানের আইনজীবীরা। ২৬ দিনের শুনানি শেষে আজ রায়ের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।

সকালে বেঞ্চ বসলে সাজা মওকুফের আবেদন খারিজ করে দেন আদালত। সেই সাথে খালেদা জিয়ার কারাদণ্ডের মেয়াদ বাড়িয়ে ১০ বছর করার আদেশ দেন। দণ্ড মওকুফ বা বাতিল না হলে আসন্ন সংসদ নির্বাচনে খালেদা জিয়া অংশগ্রহণের সুযোগ পাবেন না বলে মনে করেন দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply