পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত 

|

পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেলো আরও ৭ ফিলিস্তিনির। মঙ্গলবার (২১ মে) জেনিনের একটি শরণার্থী শিবিরে ব্যাপক ধরপাকড় ও সাঁড়াশি অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবর বিবিসির।

ফিলিস্তিনের বার্তাসংস্থা ওয়াফা জানায়, সন্ত্রাসবাদ নির্মূলের নামে রাতভর অভিযান চালানো হয় জেনিনসহ বেশ কয়েকটি এলাকায়। একাধিক শরণার্থী শিবিরসহ ফিলিস্তিনিদের বাড়ি-ঘরেও চালানো হয় হামলা। এসময় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয় ওই ৭ ফিলিস্তিনি। আহত হন আরও কমপক্ষে ৯ জন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর দুর্ভেদ্য ঘাঁটি হয়ে উঠেছিল জেনিন। আর সেখান থেকে তাদের সরানোর লক্ষ্যেই মঙ্গলবার সকালে এই ‘কাউন্টার টেররিজম’ অভিযান শুরু করা হয়েছে। আইডিএফের দাবি, প্রথমে তাদের দিকে গুলি ছোড়ে নিহতদের একজন। তারই প্রেক্ষিতে গুলি ছুড়তে বাধ্য হয় তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply