ভারতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনা মর্মান্তিক। কলকাতায় বাংলাদেশ মিশনের মাধ্যমে তাকে হত্যার ঘটনায় তদন্তের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (২২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৪তম নবায়নযোগ্য শক্তি সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আরও জানিয়েছেন, এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাংলাদেশে ৩ জন ও কলকাতায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে, সম্মেলনে ড. হাছান মাহমুদ বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী না হলেও বড় ধরনের নেতিবাচক প্রভাবের সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। কিন্তু কোনো ক্ষতিপূরণ পাচ্ছে না। ২০৪১ সালের মধ্যে গ্রিন সোর্স থেকে ৪০ শতাংশ এনার্জি উৎপাদনে সরকারের যে লক্ষ্য, তা পূরণ করতে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।
/এমএন
Leave a reply