স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

|

গাজীপুর করেসপনডেন্ট:

স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী মিজানুর রহমান সুমনকে (২৮) গাজীপুর থেকে আটক করেছে র‍্যাব। বুধবার (২২ মে) সকালে রাজধানীর উত্তরায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‍্যাব।

এর আগে, গতকাল মঙ্গলবার (২১) মে রাতে বাসন থানার নাওজোড় এলাকা থাকে সুমনকে আটক করে র‍্যাব। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার মফিজুল ইসলামের ছেলে।

র‍্যাব জানায়, সুমন তার দ্বিতীয় স্ত্রী বিলকিসকে (২৬) নিয়ে তুরাগ এলাকার নয়াপাড়া এলাকায় বসবাস করতেন। তাদের মধ্যে দীর্ঘদিন যাবত দাম্পত্য কলহ চলছিল। গত ১৯ মে সুমন বিলকিসকে নিয়ে ঘুরতে বের হয়। একপর্যায়ে তারা কালিগঞ্জ থানার পূর্বাচলের ২৪ নম্বর সেক্টরে জঙ্গলের কাছে যায়। এ সময় সুমন গাড়ি থেকে পেট্রোলভর্তি বোতল নিয়ে বিলকিসের গায়ে নিক্ষেপ করে। এরপর দিয়াশলাই দিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। পরে পথচারীরা বিলকিসকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতাল নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইনিস্টিটিউটে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ মে সকালে মারা যান বিলকিস। পরে এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি মামলা হয়।

র‍্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মিজানুর রহমান জানান, আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply