‘বর্তমানে বাংলাদেশ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে’

|

জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সরকারের আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

মার্শা বলেন, জনগণ যদি মনে করে পরিবেশ সুষ্ঠ হয়েছে, তবে বোঝা যাবে যে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। এসময় তিনি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। বর্তমানে বাংলাদেশ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তবে দ্রুতই তা থেকে উত্তরণ হবে বলেও আশা প্রকাশ করেন মার্শা বার্নিকাট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply