শ্রেয়াস আইয়ারের একাধিক রেকর্ড

|

ছবি: সংগৃহীত

আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স। ২৬ মে চিপকে ফাইনাল খেলতে নামবে শাখরুখ খানের দল। আর মাত্র ১ ম্যাচ পর জানা যাবে কে হবে কলকাতার ফাইনালের প্রতিপক্ষ। এরইমধ্যে ইতিহাস গড়লেন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। দু’টি ভিন্ন দলের অধিনায়ক হিসেবে আইপিএল ফাইনাল খেলবেন তিনি।

২০২০ সালে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে ফাইনাল খেলেছিলেন শ্রেয়াস। তবে সেবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে পরাজয় মানতে হয় তাদের। কেকেআরকে শিরোপা জেতাতে পারবেন কিনা সেটার উত্তর মিলবে ২৬ মে। আইপিএল ইতিহাসে তিনিই প্রথম অধিনায়ক ,যিনি দুটি ভিন্ন দলের হয়ে ফাইনাল খেলবেন।

এরমাঝেই অধিনায়ক হিসেবে আইপিএলের প্লে-অফে সবচেয়ে বেশি ম্যাচ জেতার তালিকায় ৪ নম্বরে উঠে এসেছেন শ্রেয়াস। টপকে গেছেন হার্দিক পান্ডিয়াকে। আইপিএলের প্লে-অফে সবচেয়ে বেশি ১৭ ম্যাচ জিতেছেন ধোনি। রোহিত শর্মা জিতেছেন ১১ ম্যাচ। তিনে আছেন গৌতম গম্ভীর। তিনি জিতেছেন ৫টি ম্যাচ।

ব্যাটিংয়েও নতুন ইতিহাস গড়েছেন শ্রেয়াস। কেকেআরের হয়ে আইপিএলে প্লে-অফের পার্টনারশিপের তালিকায় দু’নম্বরে উঠে এসেছে শ্রেয়াস ও ভেঙ্কটেশ আইয়ারের ৯৭ রানের জুটি। সামনে আছে ২০১২ সালের আইপিএল ফাইনালে জ্যাক ক্যালিস এবং মানবিন্দর বিসলার ১৩৬ রানের জুটি।

আইপিএলের প্লে-অফে রান তাড়া করে জয় পাওয়ার ম্যাচে অর্ধ-শতক করার তালিকায় যুক্ত হয়েছেন শ্রেয়াস। এতোদিন এই রেকর্ড ছিলো শুধুমাত্র ডেভিড ওয়ার্নারের দখলে। ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিপক্ষে অপরাজিত ৯৩ রান করেছিলেন তিনি। এবারের প্লে-অফে ৫৮ রানে অপরাজিত ছিলেন শ্রেয়াস।

শ্রেয়াসের আগে একাধিকবার অধিনায়ক হিসেবে আইপিএল ফাইনালে ওঠার নজির আছে মাহেন্দ্র সিং ধোনির ১০ বার। রোহিত শর্মার ৫ বার হার্দিক পান্ডিয়া ২ বার ও গৌতম গম্ভীর ২ বার । একাধিকবার আইপিএল ফাইনাল খেলতে নামা ৫ম অধিনায়ক হবেন শ্রেয়াস।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply