কোচ বদল হচ্ছে ইউরোপের বেশ কয়েকটি ক্লাবের, কে যাচ্ছেন কোথায়

|

ক্লাব ছাড়ছেন টেন হাগ এবং টমাস টুখেলও

ইউরোপিয়ান ক্লাব মৌসুম শেষ হচ্ছে। জুন-জুলাইয়ের শুরু হবে দলবদল। কিন্তু সেই যুদ্ধে নামার আগে ম্যানইউ, চেলসি, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, য়্যুভেন্টাসের মতো নামি ক্লাবগুলো আছে নতুন কোচের সন্ধানে।

লিভারপুলের পর ইংল্যান্ডের ২ জায়ান্ট কোচ বদলাবে। চেলসি ছেড়েছেন পোচেত্তিনো তাই নতুন কোচ দরকার ব্লুজদের। গুঞ্জন আছে লেস্টার সিটিকে আবারও প্রিমিয়ার লিগে তোলা ইতালিয়ান কোচ এনজো মরেস্কাকে পেতে আগ্রহী চেলসি। আলোচনায় আছে সাবেক দুই কোচ হোসে মারিনিয়ো, টমাস টুখোল আর বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজও।

এফএক কাপের ফাইনালে ম্যানইউ, সিটিকে হারিয়ে ট্রফি জিততে না পারলে চাকরি হারাবেন কোচ টেন হাগ এক প্রকার নিশ্চিত। তবে কাপ শিরোপা জিতলেও ছাঁটাই হতে পারেন এই ডাচ। ইংলিশ গনমাধ্যম বলছে, সদ্য চেলসি ছাড়া আর্জেন্টাইন কোচ মাওরোসিও পচেত্তিনোকে কোচ হিসেবে নিয়োগ দিতে চায় রেড ডেভিলরা।

কোচ বদল হবে বার্সেলোনার। কোচ হিসেবে জাভি হার্নান্দেসের থাকা না থাকার নাটকের সমাপ্তি ঘটেছে। তাকে বহিষ্কার করেছে বার্সা। তার জায়গায় বদলে বার্সার নতুন কোচ হচ্ছেন জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। বায়ার্ন মিউনিখকে ট্রেবল জেতানো সাবেক এই কোচও আগ্রহী স্পেনে পাড়ি দিতে। ইতোমধ্যেই কাতালান ভাষা শিখছেন ফ্লিক।

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও আছে কোচের সন্ধানে। মৌসুম শেষে দায়িত্ব ছাড়বেন টমাস টুখেল। সবকিছু ঠিক থাকলে বেলজিয়ামের সাবেক ফুটবলার ভিনসেন্ট কোম্পানি হতে যাচ্ছে বায়ার্নের কোচ। বর্তমানে ইংলিশ ক্লাব বার্নলির দায়িত্বে আছেন কোম্পানি।

ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্টাসও নিয়োগ দেবে নতুন কোচ। বর্তমান কোচ ম্যাক্স আলেগ্রিকে ছাঁটাই করে সাবেক ইতালিয়ান ফুটবলার ও ব্লোনিয়ার বর্তমান কোচ থিয়াগো মত্তাকে নিয়োগ দিতে চায় তুরিনের ক্লাবটি। খুব দ্রুতই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এছাড়া, এসি মিলান ছাটাই করেছে কোচ পিওলিকে। তাইতো নতুন কোচ দেখা যাবে সান সিরোর ডাগআউটেও।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply