সিলেটের কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের ৮ নম্বর কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। শুক্রবার (২৪ মে) এ তথ্য জানানো হয়।
প্রাথমিক পরীক্ষা শেষে জানানো হয়, প্রতিদিন ৮ নম্বর কূপ থেকে ২১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। এই কূপ থেকে প্রায় ২০ বছর গ্যাস উত্তোলন করা যাবে। এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে আরও ২ মাস সময় লাগতে পারে বলেও জানানো হয়।
এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি ৮ নম্বর কূপের খনন কাজ শুরু হয়। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কূপটির খনন কাজ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। কূপটির মাত্র দেড় কিলোমিটার দূরত্বে পাইপলাইন ও আড়াই কিলোমিটার দূরত্বে ব্যবহারযোগ্য প্রসেস প্লান্ট রয়েছে। তাই দ্রুতই এই কূপ থেকে জাতীয় গ্রীডে গ্যাস যুক্ত করা সম্ভব বলেও জানান কর্মকর্তারা।
প্রসঙ্গত, দেশে গ্যাসের চাহিদা মেটাতে ২০২৪-২৫ সালের মধ্যে সারাদেশে ৪৮টি কূপ খনন ও ওয়ার্ক ওভারের প্রকল্প হাতে নেয় সরকার।
/আরএইচ
Leave a reply