মেহেদী হাসান রোমান
এএফসি ও সিএএফ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের দুটি ম্যাচেরই দ্বিতীয় ও শেষ লেগের খেলা অনুষ্ঠিত হয় গতকাল। শনিবার (২৫ মে) রাতে দুই ফাইনালের শিরোপা জিতেছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাতের আল আইন ও মিসরের ক্লাব আল আহলি।
এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবুধাবির হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হয় আল আইন-ইয়োকোহামা এফএম। ম্যাচে রাহিমি ও লাবার জোড়া গোলের সুবাদে ৫-১ ব্যবধানে ইয়োকোহামাকে বিধ্বস্ত করে আমিরাতের ক্লাবটি। আল আইনের হয়ে ম্যাচে অপর গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেজান্দ্রো রোমেরিও। ম্যাচের ৮ মিনিটেই রাহিমির গোলে লিড পায় স্বাগতিকরা। এরপর পেনাল্টিতে গোল করে ব্যবধান দ্বিগুন করেন রোমেরো। প্রথমার্ধের ৪০ মিনিটের মাথায় ইয়োকোহামার ব্রাজিলিয়ান উইঙ্গার ইয়ান ম্যাথুইস ব্যবধান কমান। ২-১ লিড নিয়ে বিরতিতে যায় আল আইন।
বিরতির পর দুদলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। কিন্তু নির্দিষ্ট সময়ে বল জালে পাঠাতে পারেনি কেউই। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে মাত্র ৪ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ইয়োকোহামার কফিনে শেষ পেরেক মারেন আল আইন ফরোয়ার্ড লাবা। ম্যাচে ৫-১ এবং দুই লেগ মিলিয়ে ৬-৩ অ্যাগ্রিগেটে জাপানের ক্লাবটিকে হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন হয় আল আইন।
অপরদিকে, এশিয়ায় ম্যাচ যখন প্রথমার্ধের বিরতিতে, তখন আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয় মিসরের ক্লাব আল আহলি ও তিউনিসিয়ার ইএস তিউনিস। আগের লেগ গোলশূন্য ড্র হওয়ায় এ ম্যাচের ফলাফলই শিরোপা নির্ধারণ করে। ম্যাচে তিউনিসের ডিফেন্ডার অজার আহলু’র একমাত্র আত্মঘাতী গোলে তাদের হারায় মিশরের ক্লাবটি। ম্যাচের নির্ধারিত সময়ে দুদল অনেক চেষ্টা করেও গোলের দেখা পেতে ব্যর্থ হয়। অ্যাগ্রিগেটে ১-০ তে জিতে আফ্রিকাসেরা হয় আল আহলি।
উল্লেখ্য, দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নকে দেখা যাবে ২০২৫ ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে। আগামী বছরের ১৫ জুন-১৩ জুলাই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ২১ তম ক্লাব বিশ্বকাপ।
Leave a reply