প্রস্তুতি ম্যাচ খেলার জন্য একাদশ মেলাতে হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়া!

|

ছবি: সংগৃহীত

টানা আইপিএলে খেলার ধকল কাটানোর জন্য সাময়িক ছুটি পেয়েছেন অস্ট্রেলিয়ার কয়েকজন ক্রিকেটার। এর প্রভাব পড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্বে। এরই মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি নিতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। ১৫ সদস্যের দলের ৬ জনই এখনো দলের বাইরে। বাকি যে ৯ জন খেলার অবস্থায় আছেন, তাদের মধ্যে অধিনায়ক মিচেল মার্শ ব্যাটিং করলেও বোলিং করতে পারবেন না। বুধবার প্রথম ওয়ার্মআপ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়াকে হয়তো সাপোর্ট স্টাফদেরই খেলায় নামিয়ে দিতে হবে।

ইএসপিএনক্রিকইনফোতে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অসিদের বিশ্বকাপ স্কোয়াডে থাকা ছয়জন ক্রিকেটার বিভিন্ন কারণে দলের সঙ্গে যোগ দেননি। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও ট্রাভিস হেড আইপিএলের ফাইনাল খেলেছেন। তারা এখনও ফেরেননি। গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ছুটি চেয়ে নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেটে বোর্ড থেকে। স্কোয়াডে থাকা আরেক তারকা মার্কাস স্টয়নিসও আছেন ছুটিতে।

তবে প্রস্তুতি পর্বে বিশ্বকাপ স্কোয়াডের সবাইকে না পেলেও চিন্তিত নন অস্ট্রেলিয়ার অধিনায়ক। বরং ক্রিকেট অস্ট্রেলিয়ায় প্রকাশিত প্রতিবেদনে সতীর্থদের বিশ্রামের গুরুত্বের কথা বলেছেন মিচেল মার্শ। অজি অধিনায়ক বলেন, নমনীয় থাকা জরুরি। ছেলেরা আইপিএলে ছিল। তারা অনেক ক্রিকেট খেলেছে। তাই আমরা তাদের বিশ্রামকে প্রাধান্য দিয়েছি। বাড়িতে পরিবারের সঙ্গে থাকুক, সতেজ হোক এবং এই লম্বা টুর্নামেন্টে (বিশ্বকাপ) খেলুক। আমরা শেষ পর্যন্ত ১৫ জনের সবাইকেই পাব। তবে বাড়িতে অল্প কিছু দিন কাটানোর জন্য হলেও তাদের বিরতি দেওয়াটা গুরুত্বপূর্ণ।

৬ জন খেলোয়াড় না থাকায় অস্ট্রেলিয়াকে ওয়ার্মআপ ম্যাচের দল সাজাতে হবে কোচিং স্টাফের সদস্যদের নিয়ে। টি–টোয়েন্টি বিশ্বকাপে সাপোর্ট স্টাফ হিসেবে দলের সঙ্গে আছেন সাবেক উইকেটকিপার–ব্যাটার ব্রাড হজ, প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, প্রধান নির্বাচক জর্জ বেইলি, এবং সহকারী কোচ আন্দ্রে বোরোভিচরা। তাদের সবাই অস্ট্রেলিয়ান হওয়ায় আইসিসির অফিশিয়াল ওয়ার্মআপ ম্যাচে খেলতে পারবেন। ড্যানিয়েল ভেট্টোরি অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হলেও খেলার সুযোগ নেই। কারণ, তিনি অস্ট্রেলিয়ান নন।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply