বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত দুদকের

|

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দুদক। শিগগিরই তাকে তলবের নোটিশ পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ’কে চিঠি দিয়েছে দুদক। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।

একইসঙ্গে এফডিআর, সঞ্চয়পত্রসহ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক, সাব-রেজিস্ট্রি অফিসসহ সরকারের বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি। দুদকের অনুসন্ধান দল এসব বিষয়ে জানতে বেনজীরকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন দুদকের কমিশনার জহুরুল হক।

এদিকে, সাবেক আইজিপি বেনজীর আহমেদের স্ত্রী ও সন্তানের নামে থাকা বেনিফিশিয়ারি ওনার্স হিসাবে থাকা সম্পত্তি অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন নিম্ন আদালত।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply