ঠাকুরগাঁওয়ে রেজিয়া হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার

|

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে রেজিয়া খাতুন (৪৫) হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ২‌ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানায় পুলিশ।

এর আগে, সোমবার (২৭ মে) উপজেলার কানাড়ি গ্রামের একটি আমবাগান থেকে রেজিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক (পিপিএম-সেবা) বলেন, সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানাধীন ৯নং সেনগাঁও ইউপির অন্তর্গত কানাড়ী গ্রামে আম বাগান থেকে রেজিয়া খাতুন নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে নিহতের ছেলে জুলফিকার আলী রুবেল পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি জানান, ঘটনাস্থল পর্যবেক্ষণ ও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সন্দেহভাজন আসামিদের গ্রেফতার করে। তারা হলেন, ওই এলাকার মালগাঁও গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও কানাড়ী গ্রামের মৃত ধনীবুল্লার ছেলে এনতাজুল (৪৪)।

প্রাথমিক তদন্তে জানা যায়, রেজিয়া খাতুনকে তারা শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে রেজিয়ার মুখ চেপে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply