দুর্গত এলাকা পরিদর্শনে পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী

|

দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে প্রথম দিন (বৃহস্পতিবার) তিনি পটুয়াখালী যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার প্রথম দিন পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাঁধ নির্মাণে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি বিতর্কে জড়াতে চাই না। এটা শুধু আমাদের সরকার নয়। আমাদের আগেও অনেক সরকার ছিল। কিছু কাজে যদি অবহেলা থাকে, দুর্নীতি হয়, আমরা অবশ্যই ব্যবস্থা নিবো। তবে এমন জলোচ্ছ্বাসে সব বাঁধ টিকে থাকবে, এমন নিশ্চয়তা দিতে পারবেন না কেউ। ক্লাইমেট চেঞ্জের কারণে ঝড়ের মাত্রাও বাড়ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply