জাতীয় সংসদের ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেট পরিচালন ও উন্নয়ন খাতসহ মোট চার অর্থবছরের বাজেট প্রক্ষেপণ অনুমোদন দিয়েছে সংসদ সচিবালয় কমিশন।
মঙ্গলবার (২৮ মে) জাতীয় সংসদ ভবনে সংসদ সচিবালয় কমিশনের ৩৫তম সভায় এসব বাজেট প্রক্ষেপণ অনুমোদন দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে জাতীয় সংসদের ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেট পরিচালন ও উন্নয়ন খাতে ৩২৪ কোটি ৬৭ লাখ ২১ হাজার টাকা, ২০২৪-২৫ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৪৭ কোটি ১৩ লাখ টাকা প্রস্তাবিত বাজেট প্রাক্কলন ধরা হয়েছে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ৩৮২ কোটি ৭৬ লাখ টাকা এবং ২০২৬-২৭ অর্থবছরে ৪২০ কোটি ৯৭ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।
/এমএইচ
Leave a reply