ইউরোপা কনফারেন্স লিগে ফিওরেন্তিনাকে হারিয়ে শিরোপা জিতলো অলিম্পিয়াকোস

|

ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে তৃতীয় স্তরের প্রতিযোগিতা ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে ইতালির ক্লাব ফিওরেন্তিনাকে ১-০ গোলে হারিয়েছে অলিম্পিয়াকোস। নির্ধারিত সময়ে গোল পায়নি কোনো দল। অতিরিক্ত সময়ের ১১৬ মিনিটে মরোক্কান স্ট্রাইকার আইয়ুব এল কাবির গোলে স্মরণীয় জয় তুলে নেয় অলিম্পিয়াকোস।

এথেন্সে প্রথমবারের মতো নিজেদের ইউরোপিয়ান কাপ নিয়ে উৎসবে মাতলো অলিম্পিয়াকোস। দলের অভিজ্ঞ তারকা জিওর্জোস মাসৌরাস, ইউসুফ এল আরাবি ও ক্যাপ্টেন কস্তাস ফরতুনিসের জন্য বিশেষ কিছু এই শিরোপা। যদিও নির্ধারিত সময়ে দু’দল ই ছিলো অনেকটা নিষ্প্রভ।

ফিওরেন্তিনা সব মিলিয়ে ১৭ টি শট নিলেও লক্ষ্যে ছিলো মাত্র ৪টি। অপরদিকে অলিম্পিয়াকোসের ৬ টি শটের ৪টি ছিলো লক্ষ্যে। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সবাই যখন ভাবছিলো পেনাল্টি শুট ই নিয়তি তখন ১১৬ মিনিটে হেজের পাস থেকে বুদ্ধিদীপ্ত এক হেডে গোলকিপারকে পরাস্ত করে জয় সূচক গোল করেন আইয়ুব আল কাবি।

আন্ত মহাদেশীয় টুর্নামেন্টে প্রথম খেলোয়াড় হিসেবে ১১টি গোলের কীর্তি গড়েন কাবি। এদিকে, কনফারেন্স লিগে এ নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে হারলো ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা। এবারের আসরে ফাইনালে ওঠার আগপর্যন্ত হারেনি ক্লাবটি। গত মৌসুমে কোপা ইতালির ফাইনালেও হেরেছে ফিওরেন্তিনা।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply