হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দোল্লাহিয়ানসহ নিহতদের সম্মানে শ্রদ্ধা জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (৩০ মে) সাধারণ পরিষদে রইসিসহ অন্যান্যদের স্মরণে দাঁড়িয়ে সম্মান জানায় ১৯৩ সদস্য।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে পালন করা হয় নীরবতা। শ্রদ্ধা জানান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ সাধারণ পরিষদের প্রেসিডেন্টও। প্রশংসা করা হয় প্রেসিডেন্ট রইসির বলিষ্ঠ নেতৃত্বের।
এই শ্রদ্ধা জানানো থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন রইসি। প্রথাগতভাবেই রাষ্ট্রপ্রধান থাকাকালীন কোনো বিশ্বনেতা মারা গেলে জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩ সদস্য একসাথে শ্রদ্ধা জানায়।
প্রসঙ্গত, গত ১৯ মে আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় মারাত্মক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে থাকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নরসহ আরও অনেকের প্রাণহানি ঘটে। তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন।
/এএম
Leave a reply