দুদলের র্যাঙ্কিংয়ে ব্যবধান ১০০। বাংলাদেশের মেয়েদের অবস্থান ১৪০ আর চাইনিজ তাইপের ৪০। ফিফার র্যাংক টেবিলের পার্থক্য যেন স্পষ্ট হয়ে ফুটে উঠলো মাঠের ফুটবলেও। তাইনিজ তাইপের কাছে ৪-০ গোলে রীতিমতো বিধ্বস্ত হয়েছে সাবিনা-তহুরারা।
শুক্রবার (৩১ মে) স্বাগতিক হিসেবে খেলতে নামে বাংলার বাঘিনীরা। দলের কোচ বাটলার এদিন ৩-৫-২ ফরম্যাশনে খেলান বাংলাদেশকে। তবে সব পরিকল্পনা ভেস্তে দিয়ে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে সফরকারীরা। ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। বক্সের ভেতরে বল পেয়ে খুঁজে নেয় ইয়ু সুয়ানকে। তার বা পায়ের মাপা শটে বল জালে জড়ালে লিড পায় তাইপে।।
প্রথম গোল হজমের ঠিক ৭ মিনিট পরেই আবারও বাংলাদেশের জালে বল জড়ায় তাইপের সু সিন ইউ। ২৬ মিনিটে আবারও গোল হজম বাংলাদেশের। হু ইউ ইয়ুমের ফ্রি-কিক থেকে সু ইউ হুসানের আলতো ছোয়ায় আবারও গোল পেয়ে যায় তারা। ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্বক ভঙ্গিতে খেলতে থাকে বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধের ১১ মিনিটেও একই ভুল বাংলাদেশের রক্ষণভাগে। গোল করে ব্যবধান বাড়ান চু ইউ। শেষ পর্যন্ত ৪-০ গোলে হেরে মাঠ ছাড়ে বাংলাদেশ।
উল্লেখ্য, আগামী ৩ জুন দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুদল। সাবিনারা নিজেদের ভুলগুলো কতটুকু শুধরে ফিরে আসতে পারবে, তা সময়ই বলে দেবে।
/এমএইচআর
Leave a reply