দস্যুমুক্ত হচ্ছে সুন্দরবন। অস্ত্রশস্ত্র নিয়ে সবশেষ ৬টি দস্যু বাহিনী আত্মসমর্পণ করবে আজ। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করবেন।
এর আগে এই দস্যু বাহিনীর সদস্যদের হেফাজতে নেয় র্যাব। বরাবরের মতো এবারও মধ্যস্থতায় যমুনা টিভি। মাস্টার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে শুরু হয় সুন্দরববনকে দস্যুমুক্ত করার প্রক্রিয়া। এ পর্যন্ত ২৬টি দলের ২৭৪ সদস্য আত্মসমর্পণ করেছে। উদ্ধার হয়েছে ৪শ’রও বেশি অস্ত্র এবং ২০ হাজারের বেশি গুলি। আত্মসমর্পণের সুযোগ আজই শেষ হচ্ছে। তারপর নেপথ্যের গডফাদারদের খুঁজে বের করতে কাজে নামবে র্যাব।
Leave a reply