জাবালিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার

|

টানা হামলা আর ধ্বংসযজ্ঞের পর গাজার জাবালিয়া থেকে প্রত্যাহার করা হয়েছে ইসরায়েলি সেনাদের। বিধ্বস্ত এলাকায় ফিরতে শুরু করেছেন বাসিন্দারা।

বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির ভয়াবহতা। জাবালিয়া শরণার্থী শিবির থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩০টি মরদেহ। এর মধ্যে ২২ জন একই পরিবারের। ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরে নিজেদের বাড়িঘর খুঁজছেন বাসিন্দারা।

দু’সপ্তাহের বেশি সময় ধরে জাবালিয়ায় জোরদার স্থল অভিযান চালিয়েছে তেলআবিব। হয়েছে বিমান হামলাও। প্রতিরোধের চেষ্টা করেছে হামাস যোদ্ধারাও। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ-আইডিএফ জানিয়েছে, অভিযান চলাকালে জাবালিয়া থেকে উদ্ধার করা হয়েছে সাত জিম্মির মরদেহ। অঞ্চলটিতে তাদের তৎপরতা শেষ এবং গাজার অন্যান্য অংশে অভিযান শুরুর কথাও জানিয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply