রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ ও অংশীদারদের পদক্ষেপের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

|

ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ । ফাইল ছবি

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সংস্থাগুলো ও অন্যান্য অংশীদারদের সমন্বিত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদ। নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার বিকেলে জাতিসংঘ সদর দফতরে পৃথক চার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান।

এসময় তিনি বলেন, ২০১৭ সালে যখন প্রায় ১০ লাখ রোহিঙ্গা সহিংসতা থেকে বাচতে বাংলাদেশ পালিয়ে আসে তখন তাদের মমতা দিয়ে দেশের মানুষ আশ্রয় দিয়েছিলো। তবে রোহিঙ্গাদের একটি অংশ নানা ধরণের অপরাধে জড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। এতে স্থানীয়দের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, এছাড়া মিয়ানমারে বিবদমান গোষ্ঠির শেল বাংলাদেশ অংশে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। তাই এসবের পুণরাবৃত্তি রোধ একান্ত প্রয়োজন বলে জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply