নির্বাচনী আইন সংস্কারে কমিশনকে প্রস্তাব টিআইবির

|

নির্বাচনী আইন সংস্কারে কমিশনকে প্রস্তাব দিয়েছে টিআইবি। সেজন্য নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষ আচরণে বাধ্যবাধকতা আনা জরুরি বলে মনে করেন সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

রোববার (২ জুন) দুপুরে নির্বাচন কমিশনের সাথে সভা শেষে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ কথা জানান। বলেন, নির্বাচনকালীন সরকার পক্ষপাত মুক্ত হয়ে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। নির্বাচনী ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শও দিয়েছে টিআইবি।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল স্বীকার করেন গণতান্ত্রিক চেতনা থেকে যেভাবে ভোট হওয়ার দরকার ছিলো তা হয়নি। হলফনামার তথ্য অনুযায়ী ব্যবস্থা নেয়ার এখতিয়ারে সীমাবদ্ধতা আছে বলে জানান সিইসি। তিনি বলেন, ধাপে ধাপে নির্বাচন ও ভোটের হারের ভিত্তিতে আসন বিন্যাসে সম্মত ইসি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply