চাঁদের দূরবর্তী পিঠে চীনের মহাকাশযানের সফল অবতরণ

|

ফাইল ছবি: রয়টার্স

চাঁদের অদেখা অংশ দক্ষিণ মেরুতে (দূরবর্তী পিঠ) সফলভাবে অবতরণ করেছে চীনের মহাকাশযান ‘চাং-অ-সিক্স’। রোববার (২ জুন) স্থানীয় সময় সকাল ৬টা ২৩ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে ক্রুবিহীন মহাযানটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চীনের উদ্দেশ্য, সেখান থেকে মূল্যবান পাথর ও মাটি সংগ্রহ করা। চাঁদের দূরবর্তী পিঠে এটি দেশটির দ্বিতীয় সফল মিশন। চাঁদের অপর দিকের এই পাশটিতে আর কোনো দেশ পৌঁছতে পারেনি।

পৃথিবী পৃষ্ঠের বিপরীত দিক থাকা চাঁদের দক্ষিণ মেরু নিয়ে কৌতুহলের শেষ নেই গবেষকদের। অন্ধকার সেই জায়গাটি ‘সাউথ পোল এইটকেন বেসিন’ নামে পরিচিত। কর্তৃপক্ষ জানিয়েছে, জায়াগাটি থেকে এরইমাঝে চাঁদের প্রাচীনতম কিছু পাথর সংগ্রহ করতে পেরেছে ‘চাং-অ-সিক্স’। গত ৩ মে নতুন মিশন শুরু করে মহাকাশযানটি।

উল্লেখ্য, আগেরবার ভূতাত্ত্বিক গঠনের তথ্য সংগ্রহে মহাকাশযান পাঠিয়েছিল চীন। ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে দেশটি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply