বাংলাদেশিদের কাছে আফ্রিকার দেশ ‘উগান্ডা’ নামটি যেন ট্রল আর হাসিঠাট্টার। বাংলাদেশের যেকোনো খারাপ ঘটনাকে ব্যাখ্যা করতে মিম হিসেবে টানা হয় উগান্ডাকে। আজ সেই দেশটির ইতিহাসে নাম লেখানোর দিন।
ক্রিকেটে আইসিসির সহযোগী সদস্য আফ্রিকার এই ছোট্ট দেশটি। প্রথমবারের মতো তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামছে। এরই মধ্যদিয়ে আইসিসির কোনো টুর্নামেন্টে প্রতিযোগিতায় নামলো উগান্ডা। তাই আজ উগান্ডা ক্রিকেটের ইতিহাসে নাম লেখানোর দিন বলাই যায়।
মঙ্গলবার (৪ জুন) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে এশিয়ার দেশ আফগানিস্তানের বিপক্ষে নামছে উগান্ডা। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে দু’দলের লড়াই। ম্যাচে আগে বল করবে উগান্ডা। দলটির অধিনায়ক ব্রায়ান মাসাবা টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, গুলবাদিন নাঈব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকি।
উগান্ডা একাদশ: সিমন সেসাজি (উইকেটরক্ষক), রজার মুকাসা, রোনাক প্যাটেল, রিয়াজাত আলী শাহ, দিনেশ নকরানি, আল্পেশ রামজানি, রবিনসন ওবুয়া, ব্রায়ান মাসাবা (অধিনায়ক), বিলাল হাসান, কসমস কেইউতা ও হেনরি সেনয়ান্দো।
/এনকে
Leave a reply