ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা আজ, সরকার গঠন করছে কোন দল?

|

ভারতে ১৮ তম লোকসভা নির্বাচনের বহুল প্রতীক্ষিত ফল প্রকাশ করা হবে আজ। ভোট গণণা শুরু হবে স্থানীয় সময় সকাল ৮টায়। ফলে মঙ্গলবার (৪ জুন) জানা যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রীর চেয়ারে নরেন্দ্র মোদিই থাকছেন নাকি রাজীব গান্ধীর কংগ্রেসের কেউ বসবেন মসনদে।

দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটি ২০ লাখ। ভোটারদের অর্ধেকই নারী। ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। রাজীব কুমার বলেন, এতো বেশি সংখ্যক ভোটের মধ্য দিয়ে নতুন বিশ্ব রেকর্ড করেছে ভারত।

ভারতের লোকসভার আসন ৫৪৩টি। সরকার গঠনের জন্য পেতে হবে কমপক্ষে ২৭২ আসন। ভারতের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস নির্বাচনে অংশ নিয়েছে জোট গঠন করে। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জোট এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স শুরু থেকেই ৪০০-র বেশি আসন পাওয়ার প্রত্যাশা করছে। অপরদিকে, কংগ্রেসের ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (INDIA) এবার বিজেপির জয়রথ থামানোর ব্যাপারে আশাবাদী।

এদিকে, ফল ঘোষণার আগে বুথফেরত জরিপকে ঘিরে চলছে তুমুল তর্ক-বিতর্ক। বুথফেরত জরিপ বলছে, নরেন্দ্র মোদির বিজেপিই আবারও আসছে ক্ষমতায়। আর মোদিই তৃতীয় মেয়াদে বসছেন প্রধানমন্ত্রীর চেয়ারে। তবে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী বিরোধী শিবির এসব জরিপকে ভুয়া বলে দাবি করছে। ফল ঘোষণাকে কেন্দ্র করে যেকোন ধরনের সহিংস পরিস্থিতি এড়াতে ভারতজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply