চেক প্রজাতন্ত্রে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

|

ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৪ জন। আহত হয়েছেন অন্তত ২৬ জন। খবর যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএনের।

বুধবার (৫ জুন) রাজধানী প্রাগ থেকে ১০০ কিলোমিটার দূরে পারডুবিক শহরে এ ঘটনা ঘটে। ট্রেনটি প্রাগ থেকে পশ্চিম ইউক্রেনের দিকে যাচ্ছিল। এসময় যাত্রীবাহী ট্রেনে বিদেশিসহ ৩০০শ’র বেশি আরোহী ছিল। পরবর্তীতে, স্লোভাকিয়া সীমান্তে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রেন দুটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। আহত হয়েছেন আরও ২৬ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রেনে আটকা পড়া যাত্রীদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগের সদস্যরা। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল বেশ কয়েকটি শহরের। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত করছে কর্তৃপক্ষ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply