ইউক্রেনকে যুদ্ধ বিমান দেবে ফ্রান্স। বৃহস্পতিবার (৬ জুন) দেশটির একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়্যেল ম্যাকরন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ম্যাকরন বলেন, নতুন সহযোগিতার অংশ হিসেবে আমরা ইউক্রেনকে ফরাসি যুদ্ধ বিমান ‘মিরাজ ২০০০’ দেয়ার ঘোষণা দিতে যাচ্ছি। এই যুদ্ধ বিমান ইউক্রেনকে তার মাটি ও আকাশসীমা রক্ষায় সহায়তা করবে। এই বিমানগুলো স্থানান্তর করার জন্য আমরা একটি কর্মসূচি চালু করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির ফ্রান্স সফর উপলক্ষ্যে শুক্রবারই দেয়া হবে ঘোষণা। তবে কোন শর্তে কতটি যুদ্ধবিমান দেয়া হবে ইউক্রেনকে, সে বিষয় স্পষ্ট করেননি ম্যাকরন। পাশাপাশি, প্যারিসের পক্ষ থেকে প্রায় সাড়ে চার হাজার ইউক্রেনীয় সেনাকে যুদ্ধের প্রশিক্ষণের প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান তিনি।
/এএম
Leave a reply