স্ত্রীর মৃত্যুর কয়েক ঘণ্টা পরই ফরাসি শিল্পীর আত্মহত্যা

|

আধুনিক শিল্পের প্রতি অযৌক্তিক দৃষ্টিভঙ্গির জন্য সর্বাধিক পরিচিত ফরাসি আর্টিস্ট বেন তার স্ত্রীর মৃত্যুর কয়েক ঘণ্টা পরই আত্মহত্যা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। শুক্রবার (৭ জুন) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার ভোর ৩টায় বেনের স্ত্রী অ্যানি ভাটিয়ের স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনায় বিষণভাবে ভেঙে পড়েন আর্টিস্ট বেন। স্ত্রীকে ছাড়া জীবনকে মূল্যহীন মনে করতে থাকেন তিনি। তাই দক্ষিণ ফ্রান্সে অবস্থিত নিজেদের বাসভবনে অ্যানির মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নিজের জীবনের ইতি টানার হৃদয় বিদারক সিদ্ধান্ত নেন ফরাসি শিল্পী। 

১৯৬০’র দশকে ফ্লাক্সাস শিল্প আন্দোলনের আলোকবর্তিকা হিসেবে বিবেচনা করা হয় বেনকে। শিল্পের জন্য একটি কৌতুকপূর্ণ এবং পরীক্ষামূলক পদ্ধতি গ্রহণ করেছিলেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট থেকে শুরু করে সিডনির নিউ সাউথ ওয়েলসের আর্ট গ্যালারিও বেনের হস্তাক্ষর শিল্প দ্বারা সজ্জিত হয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply