বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টস ভাগ্যে জয়ী বাংলাদেশ। শনিবার (৮ জুন) বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়।
চোটের কারণে যুক্তরাষ্ট্র সিরিজে খেলা হয়নি তাসকিন আহমেদের। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ফিরেছেন এই পেসার।এদিকে নিজেদের বিশ্বকাপ অভিযানে আরেক পেসার শরিফুলের সার্ভিস পাচ্ছে না লাল-সবুজেরা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন তিনি।
এছাড়া, যুক্তরাষ্ট্রর বিপক্ষে সিরিজ কিংবা প্রস্তুতি ম্যাচ কোথাও ফর্মে ফেরার আভাস না দিলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে জাকের আলী অনিকের পরিবর্তে লিটনেই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। এর আগে, জিম্বাবুয়ে সিরিজে বাজে পারফর্ম করার পরও লিটনকে বিশ্বকাপ দলে রাখায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল নির্বাচকদের।
বিশ্বমঞ্চে হেড টু হেডের হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে কখনোই জিততে পারেনি বাংলাদেশ। ২০২১ সালে সবশেষ দেখায় শ্রীলঙ্কা ৫ উইকেটে জয় পেয়েছিল। এর আগে টি-টোয়েন্টি মহাযজ্ঞে দুই দল মুখোমুখি হয়েছিল ২০০৭ সালে, প্রথম আসরে। সেবার ৬৪ রানে জয় পায় সিংহের দল।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মাহিশ থিকসানা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা।
/এমএইচ
Leave a reply