ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন টাইগার পেসার। বোলিংয়ে এসে প্রথম দুই বলের দুটিকেই চারে পরিণত করেন কুশল মেন্ডিস। তবে, দুইটি চারের পর ঠিকই কুশলের স্ট্যাম্প উপড়ে নেন তাসকিন। বোল্ড করে ফেরান শ্রীলঙ্কার এই হার্ডহিটারকে।
শনিবার (৮ জুন) বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়।
এদিন বোলিংয়ে এসে নিজের প্রথম দুই বলেই চার হজম করে বসেন তাসকিন। তবে, ব্যাক অব লেন্থে করা তৃতীয় বলে দোটানায় থেকে বোল্ড হন কুশল। ৮ বলে ১০ রান করেন তিনি।
তবে, ক্রিজে এসে পরের বলে আবার চার হাঁকান নতুন ব্যাটার কামিন্দু। তাসকিন প্রথম ওভারে ১২ রান দিয়ে নেন ১ উইকেট। ক্রিজে নিসাঙ্কার সঙ্গী কামিন্দু মেন্ডিস।
/এমএইচ
Leave a reply