প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপের আলোচনা শেষে বেরিয়ে গেছেন ঐক্যফ্রন্ট নেতারা। সন্ধ্যা ৭টায় গণভবনে সংলাপ শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে ১০টায়।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের ২৩ নেতার সঙ্গে সংলাপে অংশ নেন জাতীয় ঐক্যফ্রন্টের ২০ নেতা।
ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন। তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় থাকার কথা থাকলে শেষ পর্যন্ত তিনি আর যোগ দেননি।
গণভবন থেকে বের হয়ে ড. কামাল হোসেনের বাসায় জড়ো হচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা। সেখানে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বৈঠকের বিষয় জানাবেন তারা।
Leave a reply