গত ৭ অক্টোবরের পর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলার পর থেকে গাজায় বেকারত্ব পৌঁছেছে প্রায় ৮০ শতাংশে। শনিবার (৮ জুন) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি অঞ্চল জুড়ে গড় বেকারত্বের হার ৫০ শতাংশেরও বেশি বলে জানায় জাতিসংঘের শ্রম সংস্থা। গাজা উপত্যকায় বেকারত্ব ৭৯ দশমিক ১ শতাংশে পৌঁছেছে। আর পশ্চিম তীরে বেকারত্বের হার প্রায় ৩২ শতাংশ।
এমন পরিস্থিতিতে দেশটিতে দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য ও বিশুদ্ধ পানীয় সংকট। আইএলও’র আঞ্চলিক পরিচালক রুবা জারাদাত বলেন, যেসব ফিলিস্তিনিরা চাকরি খোঁজা ছেড়ে দিয়েছেন, তাদের রাখা হয়নি এই পরিসংখ্যানে। গাজায় পরিস্থিতি অনেক খারাপ বলেও জানান তিনি।
/এআই
Leave a reply