২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ হওয়া অর্থ সঠিক প্রকল্পে ব্যবহারের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
শনিবার (৮ জুন) দুপুরে রাজধানীর মহাখালীতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) আয়োজিত আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, অহেতুক প্রকল্পে অর্থ ব্যয় করা হবে না। শুধুমাত্র জনস্বাস্থ্যে প্রয়োজন মেটাতে বাজেট বাড়ানোর প্রচেষ্টা থাকবে।
এ সময় তিনি জনস্বাস্থ্যের ওপর সবচেয়ে জোর বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ডা. সামন্ত লাল সেন বলেন, প্রাইমারি হেলথকে সবার আগে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবা উন্নত হবে। পাবলিক হেলথ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করবেন বলেও জানান।
/এমএন
Leave a reply