গাজার শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ২১০

|

গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলের নারকীয় হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১০ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চার শতাধিক বাসিন্দা। গাজার মিডিয়া অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে দেখা গেছে, ইসরায়েলি সেনাদের ভয়াবহ তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে এ শিবিরের বহু ভবন। এদিকে, বেঁচে যাওয়া বাসিন্দাদের অনেকেই এলাকা ত্যাগ করেছ আবারও।

স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, হাসপাতালগুলোয় অব্যাহত মানবেতর পরিস্থিতি। শত-শত আহতের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেই।

নুসেইরাত ক্যাম্পে হামলার ঘটনাকে ‘ম্যাসাকার’ বলে আখ্যা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। এ ঘটনায় তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply