জানা গেলো গুলিবিদ্ধ জাপান দূতাবাসের গাড়ি চালকের সবশেষ অবস্থা

|

রাজধানীর বারিধারায় পুলিশের গুলিতে আহত জাপান দূতাবাসের গাড়ি চালকের অব্স্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল রাতে ফিলিস্তিন দূতাবাসের সামনে, নিরাপত্তার কাজে দায়িত্বরত এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করে আরেক পুলিশ সদস্য। এসময় গাড়ি চালক সাজ্জাদের গায়েও দুইটি গুলি লাগে।

শনিবার (৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত্যাকারী ওই পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তার নাম কাউসার। আর নিহত ওই পুলিশ সদস্যের নাম মনির। তারা দুজনেই পুলিশের কনস্টেবল।

চিকিৎসকরা জানান, আহত সাজ্জাদের পেটে ও হাতে মোট দুটি গুলি লাগে। রাতে চিকিৎসা দেয়ার পর এখন অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে, পুরোপুরি শঙ্কামুক্ত নয়।

এদিকে আহত গাড়ি চালকের চিকিৎসার জন্য সরকারের সহায়তা চেয়েছেন তার পরিবার।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply