রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে (কূটনৈতিক এলাকা) একজন পুলিশ কনস্টেবল তার সহকর্মীকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল কাউসার আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (৯ জুন) দুপুরে আদালত এই আদেশ দেন।
এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খঃ মহিদ উদ্দিন জানান, ওই দুই পুলিশ কনস্টেবলের মধ্যে কোনো বিরোধ ছিল কিনা, এমন কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ চলছে, পূর্ণাঙ্গ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
গত রাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের বিবরণসহ সবকিছু শুনে বিষয়টি তদন্ত করা হবে।
প্রসঙ্গত, শনিবার (৮ জুন) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে অবস্থিত ফিলিস্তিন দূতাবাসের সামনে পুলিশ কনস্টেবল কাউসার আলী দায়িত্বরত অপর পুলিশ কনস্টেবল মনিরুল ইসলামকে এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যা করে। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হন দুজন পথচারী। পড়ে কাউসারকে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়।
/এএম
Leave a reply