লাউডস্পিকারে অতিষ্ট কিম জং উনের বোন, দিলেন কড়া হুঁশিয়ারি

|

উত্তর কোরিয়ার সীমান্তবর্তী এলাকায় লাউডস্পীকার ও লিফলেট প্রপাগান্ডা ছড়ানোর জবাবে দক্ষিণ কোরিয়াকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। রোববার (৯ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত হয় কিম ইয়ো জংয়ের হুঁশিয়ারি।

এসময় তিনি বলেন, সীমান্তে লাউডস্পীকার বাজানো ও পিয়ংইয়ং বিরোধী স্লোগান দেয়া বন্ধ না করলে চুপ থাকবে না উত্তর কোরিয়া। দেয়া হবে কঠোর পাল্টা জবাব। সিউলকে দ্রুত এসব কাজ বন্ধের আহ্বান জানান উত্তর কোরিয়ান এই নেত্রী। বেশ কিছুদিন ধরেই উত্তর কোরিয়ার পাঠানো আবর্জনা বোঝাই বেলুন নিয়ে উত্তেজনা চলছে পাশাপাশি দুটি দেশের সীমান্তে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় লাউডস্পীকারে কে-পপ ও কে-ড্রামা বাজাচ্ছে দক্ষিণ কোরিয়া। ধারণা করা হচ্ছে, দুই দেশের এমন কর্মকাণ্ড বন্ধ না হলে তৈরি হতে পারে যুদ্ধ পরিস্থিতি।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply