সিকিমে প্রবল বৃষ্টি, পাহাড় ধসে ৩ জন নিহত

|

ছবি: ইটিভি ভারত

প্রবল বন্যা আর বৃষ্টিতে ভারতের সিকিমের একাধিক জায়গায় পাহাড় ধস হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন তিনজন। এখন পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম।

আজ সোমবার (১০ জুন) ভোররাতের এ দুর্যোগে ধসে গেছে অন্তত ৮টি বাড়ি। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন অনেকে বলে ধারণা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভারী বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

এদিকে, পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কিছু এলাকা। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টিতে সিকিমের বেশকিছু এলাকায় ধস হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ সিকিম।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply