বিচার প্রক্রিয়া নিয়ে নোবেলজয়ী ড. ইউনূস অসত্য তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বললেন, এটা দেশের মানুষের জন্য অপমানজনক।
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে বুধবার (১২ জুন) দুপুরে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে এমন দাবি করেন তিনি।
আইন মেনেই ড. ইউনূসের বিচার কাজ চলছে জানিয়ে আনিসুল হক বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা তার বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ে তাদেরকে বিস্তারিত জানানো হয়েছে। তবে, ইইউ প্রতিনিধিরা ড. ইউনূসের বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কি না সে বিষয়ে স্পষ্ট কোনো কিছু জানাননি আইনমন্ত্রী।
ড. ইউনূস ইস্যু ছাড়াও এ বৈঠকে শ্রম আইন, ডেটা সুরক্ষা আইন, এআই আইন, ইসি, রোহিঙ্গা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।
/এমএইচ/এমএন
Leave a reply