আজ শুরু হজের আনুষ্ঠানিকতা

|

সৌদি আরবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ শুক্রবার (১৪ জুন)। মূলত মিনার উদ্দেশে ইহরামের কাপড় পরে যাত্রার মধ্য দিয়ে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা। হজ পালন করতে ধর্মপ্রাণ মুসলমানরা ইতোমধ্যে সৌদি আরবের মিনায় পৌঁছে গেছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যার পর থেকেই হাজিদের মিনায় নেয়া হচ্ছে। ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনিতে আজ মুখরিত হবে মিনার প্রান্তর।

এ বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মানুষ হজ পালনে অংশ নিচ্ছেন। এ পর্যন্ত বাংলাদেশ থেকে হজে গেছেন ৮২ হাজার ৭৭২ জন। ৯ জিলহজ (১৫ জুন) আরাফাতের ময়দানে হজের মূলপর্ব অনুষ্ঠিত হবে। আর আগামী মঙ্গলবার (১৮ জুন) জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের হজ কার্যক্রম।

হাজিদের সুবিধার্থে নানা ধরনের যানবাহনের ব্যবস্থা করেছে সৌদি সরকার। মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এশা অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে।

চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়খ ড. মাহের বিন হামাদ। রোববার পশু কোরবানি দেবেন হাজি’রা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply