রাঙামাটিতে চলন্ত নৌকায় বজ্রাঘাতে তিনজন নিহত

|

প্রতীকী ছবি।

রাঙামাটি করেসপনডেন্ট:

রাঙামাটির লংগদু উপজেলায় একটি চলন্ত নৌকায় বজ্রাঘাতে তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) বিকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাচ্চু মিয়া (৩০), জিয়াউল হক (৪০), ওবায়দুল (৩০)।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে উপজেলায় মাইনীমুখ বাজার থেকে মিনাবাজার যাওয়ার পথে কাপ্তাই হ্রদে একটি চলন্ত নৌকায় বজ্রাঘাতের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন। এ ঘটনায় পানিতে ডুবে একজন নিখোঁজ রয়েছেন।

অপরদিকে উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি এলাকায় বজ্রাঘাতে রিনা বেগম নামে (৩৬) এক নারী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আটরকছড়া ইউনিয়ন পরিষদের সচিব আল-আমিন।

লংগদু থানার ওসি হারুনুর রশিদ জানান, এখনও পর্যন্ত বজ্রপাতে চারজন নিহত হয়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply