ছুটি শেষ, কাল বুধবার থেকে অফিস চলবে নতুন সূচিতে

|

প্রতীকী ছবি।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ছুটির শেষ দিন ছিল আজ। কাল বুধবার (১৯ জুন) থেকে খুলছে অফিস। তবে, নতুন সময়সূচিতে কর্মদিন শুরু হবে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের।

এসব প্রতিষ্ঠানে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। তাতে প্রায় দুই বছর পর আবারও ৯টা–৫টা সূচিতে ফিরছে সরকারি অফিসগুলো। আবারও কর্মঘণ্টা ৮ ঘণ্টাই হতে যাচ্ছে।

জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে ২০২২ সালের ৩১ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অফিসসূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছিল। তখন থেকে ঈদের আগ পর্যন্ত এই সূচিতেই চলে সরকারি অফিস।

নতুন সময়সূচি নির্ধারণের বিষয়ে গত ৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকার আগামী ১৯ জুন (পবিত্র ঈদুল আজহা পরবর্তী প্রথম কর্মদিবস) থেকে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সরকার নির্ধারণ করলো। রোববার থেকে বৃহস্পতিবার অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এরমধ্যে বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতি থাকবে।

আরও পড়ুন:- নতুন সূচিতে চলবে অফিস: মেট্রো চলাচলেও সময় পরিবর্তন

এদিকে, বুধবার (১৯ জুন) অফিস সময়সূচির সাথে মিল রেখে থেকে নতুন সময়সূচিতে মেট্রোরেল চলাচল করবে। গত ১৩ জুন মেট্রোরেল চলাচলের এই নতুন সময়সূচি প্রকাশ করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এছাড়া কতক্ষণ পরপর মেট্রোরেল চলবে তা-ও জানায় কর্তৃপক্ষ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply