রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, সরানো হলো ৫০০ পরিবারকে

|

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ও দেয়ালধসের ঘটনায় ঝুঁকিতে থাকা দেড় হাজার পরিবারের মধ্যে পাঁচশত পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন শরনার্থী, ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া বাকি এক হাজার পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ চলছে বলেও জানান তিনি।

বুধবার (১৯ জুন) উদ্ধারকাজ শেষে এ তথ্য জানান শরনার্থী, ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

আরও পড়ুন:-রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধস-দেয়ালধসে নিহত বেড়ে ১০

প্রসঙ্গত, এর আগে বুধবার (১৯ জুন) ভোরে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসে ৯ জন এবং দেয়ালধসে একজন নিহত হয়েছেন। বুধবার উখিয়ার ৮, ৯, ১০ ও ১৪ নং ক্যাম্পে এই পাহাড়ধসের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আটজন রোহিঙ্গা ও দুজন স্থানীয় বাসিন্দা রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়দের মধ্যে একজন স্কুলছাত্রও রয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply