দাবানলে পুড়লো নিউ মেক্সিকোর ২০ হাজার একর বনাঞ্চল

|

ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো। একদিনেই পুড়ে গেছে ২০ হাজার একর বনাঞ্চল। আগুন ছড়িয়েছে লোকালয়েও। আজ বুধবার (১৯ জুন) এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ শতাধিক স্থাপনা। রাজ্যজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এরই মধ্যে দাবানল কবলিত ও আশপাশের এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। শুষ্ক বাতাস আর প্রচণ্ড দাবদাহের কারণে দ্রুত ছড়াচ্ছে আগুন।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩১ কিলোমিটার। রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় উদ্ধারকর্মী ও ফায়ার সার্ভিসের পক্ষে সম্ভব নয় এই দাবানল নিয়ন্ত্রণ। জরুরি ভিত্তিতে রাষ্ট্রীয় হস্তক্ষেপের অনুরোধও জানিয়েছে কর্তৃপক্ষ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply