তীব্র দাবদাহে দিল্লিতে ২০ জনের মৃত্যু

|

তীব্র দাবদাহে পুড়ছে ভারতের রাজধানী দিল্লি। গত ৪৮ ঘণ্টায়, দিল্লিতে মৃত্যু হয়েছে অন্তত ২০ জনের। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি আছেন আরও ৪৫ জন। বর্তমানে তারা সবাই লাইফ সাপোর্টে রয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হিট স্ট্রোকের কারণে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালগুলোতেও ভর্তির সংখ্যা বাড়ছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-কে দেয়া এক সাক্ষাতকারে রাম মনোহর লোহিয়া হাসপাতালের ডাক্তার আজায় চৌহান বলেছেন, ‘দীর্ঘ ১৩ বছর ধরে এই হাসপাতালে কাজ করছি, এখন পর্যন্ত এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। বিশেষ করে, হিট স্ট্রোকের কারণে এতো মৃত্যুর সনদে স্বাক্ষর করা আমার ক্যারিয়ারে এই প্রথম।’

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা কেন্দ্র পরিচালিত সরকারি হাসপাতালের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে তিনি হাসপাতালের কর্মকর্তাদের বিশেষ হিটওয়েভ ইউনিট চালু করার নির্দেশ দিয়েছেন।

/এআই 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply