সাতক্ষীরায় ‘ডাকাত’-এর হামলায় পা ভাঙলো বনজীবীর

|

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার গাবুরায় এক ‘ডাকাত’-এর হামলায় আজবাহার শেখ নামের এক বনজীবী আহত হয়েছেন। এসময় বাবাকে ঠেকাতে গিয়ে তার ছেলে বাবুও হামলার শিকার হন। বর্তমানে আজবাহার শেখ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১৯ জুন) দিবাগত রাতে গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন মাঠে এ হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত ডাকাতের নাম হালিম শেখ (৬০)। তিনি গাবুরার নয় নম্বর সোরা গ্রামের ফেলা শেখের ছেলে।

আহত আজবাহারের আত্মীয় জাহাঙ্গীর হোসেন জানান, হালিম শেখ একজন ডাকাত। ডাকাতি মামলায় ১৭ বছর কারাদণ্ড ভোগের পর বছর খানেক আগে সে বাড়িতে আসে। বর্তমানে সুন্দরবনে গিয়ে ডাকাতি করে। তুচ্ছ ঘটনায় হালিম শেখ সংঘবদ্ধ বাহিনী নিয়ে আজবাহার শেখকে মারপিট করে পা ভেঙে দিয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply