ঈদের পর মোটা চালের মোকামে অস্থিরতা দেখা দিয়েছে। রাজধানীর বিভিন্ন বাজারে কেজিতে ১ থেকে ২ টাকা বেড়ে স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৬ টাকায়। দোকানিদের দাবি, মিলগেটে দাম বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে।
তারা বলছেন, কোরবানির ঈদের সময় পশু পরিবহনের জন্যে ট্রাকের চাহিদা বেশ বাড়ে। ঈদের ছুটিতে অনেক চালক পরিবহণ নিয়ে সড়কে আসেন না। এর প্রভাব পড়ে চালের যোগানে। অর্থৎ মিলগেট থেকে সরবরাহ কমে যায়। তবে সরু ও মাঝারী মানের চালের দর অনেকটা স্থিতিশীল।
মানভেদে মিনিকেট চাল ৬৫ থেকে ৭২ টাকা দরে বিক্রি হচ্ছে। রাজধানীর বাজারে প্রতি কেজি সরু চাল নাজিরশাইল সানভেদে বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৮২ টাকা, মাঝারি চাল পাইজাম ৫৮ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
যদিও উত্তরের পাইকার এবং ব্যবসায়ীদের ভিন্নমত। তারা বলছেন,ঈদের কারনে চাহিদায় কিছুুটা ভাটা পড়ায় দাম কমতির দিকে।
/এটিএম
Leave a reply