ইসরায়েলে সাড়ে ৩ হাজার বছর আগের জাহাজের সন্ধান

|

১.৮ কিলোমিটার গভীরতা থেকে একটি 'কেনানাইট জার' উদ্ধার করা হচ্ছে। ছবি: এনার্জিয়ান

৩ হাজার ৩০০ বছর আগের একটি জাহাজের সন্ধান পাওয়া গেছে ইসরায়েলে। বৃহস্পতিবার (২০ জুন) এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা।

ইসরায়েলের উত্তর উপকূলে প্রাকৃতির গ্যাস উত্তোলনের জন্য খননকাজের সময় এই জাহাজের সন্ধান পায় একটি কোম্পানি। ইসরায়েলের দাবি, এটি বিশ্বের সবচেয়ে পুরনো জাহাজগুলোর একটি। তেল আবিব বলছে, এটি ব্রোঞ্জ যুগের জাহাজ।

গবেষকরা বলছেন, এই আবিষ্কারের মাধ্যমে স্পষ্ট যে, ধারণার চেয়েও বেশি উন্নত ছিলো সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থা। কাঠের তৈরি জাহাজটি ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূল থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে ডুবে গিয়েছিলো। যা সমুদ্রের ১ হাজার ৮শ মিটার গভীরে পাওয়া গেছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply