দুইদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার (২১ জুন) ভারতের স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি নয়াদিল্লিতে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রি কীর্তি বর্ধন সিং তাকে স্বাগত জানান।
এর আগে, শুক্রবার (২১ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
এদিকে, এই সফরের মধ্য দিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো ভারত গেলেন প্রধানমন্ত্রী। যদিও এই সফরটিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দ্বিপাক্ষিক সফর। এর আগে, ৯ জুন মোদি সরকারের শপথ অনুষ্ঠানে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়েছিলেন তিনি।
সফরকালে শনিবার (২২ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লির ফোরকোর্টে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে। এরপর প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করবেন। এসময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হবে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
আরও পড়ুন:- শেখ হাসিনার ভারত সফর: গুরুত্ব পাবে কোন কোন বিষয়?
পরে হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি। তারপর প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা। এসময় উভয়েই সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর করবেন। এই সফরে প্রতিরক্ষা অংশীদারিত্বসহ বিভিন্ন ইস্যু গুরুত্ব পাবে বলে বলা হচ্ছে।
দুদিনের এই সফর শেষে আগামী শনিবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৬টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারত থেকে ফিরে আগামী মাসে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আঞ্চলিক নানা কৌশলের কারণে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
/আরএইচ
Leave a reply