একত্রে নজিরবিহীন ব্ল্যাকআউটের ফাঁদে চার বলকান দেশ

|

বিদ্যুতের অভাবে সড়কের ট্রাফিক লাইট অকার্যকর হয়ে সৃষ্টি হয় যানজট। ছবি- বিবিসি।

নজিরবিহীন ব্ল্যাকআউটের কবলে পড়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। শুক্রবার (২১ জুন) চার বলকান দেশ- আলবেনিয়া, বসনিয়া, মন্টেনিগ্রোসহ ক্রোয়েশিয়ার বেশকিছু এলাকায় একযোগে এ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।

এতে চরম দুর্ভোগে পড়েন দেশগুলো নাগরিকরা। ব্ল্যাকআউটের কারণে কয়েক ঘণ্টার জন্য দেশগুলোর অধিকাংশ রেস্তোরাঁ, ক্লাব, সুপারমার্কেটসহ প্রয়োজনীয় দোকানপাট।

বিদ্যুতের অভাবে অকার্যকর হয়ে পড়ে সড়কের ট্রাফিক লাইট। ফলে ব্যাহত হয় যান চলাচল। সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এদিকে ইলেকট্রিসিটি সরবরাহ না থাকায় থেমে যায় কমিউটার ট্রেন চলাচল। যদিও এখন পর্যন্ত ব্ল্যাকআউটের কারণ জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, তীব্র দাবদাহে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় এ গোলযোগ দেখা দিয়েছে। অতিরিক্ত গরমে বেশ কয়েকদিন ধরেই অঞ্চলগুলোতে বিদ্যুতের বাড়তি চাহিদা দেখা গেছে। দক্ষিণ ইউরোপের ঐ দেশগুলোতে কয়েকদিন ধরেই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই করছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply