নেত্রকোনায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০

|

ছবি: সংগৃহীত

নেত্রকোনা করেসপনডেন্ট:

নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় বাজারের ইজারা নেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার পূর্ব বাজারের ইজারা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বাজারের ইজারাকে কেন্দ্র করে আওয়ামী লীগের চয়ন গ্রুপ ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বাবুল গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে এটি সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply